ই-পেপার

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 16, 2022

স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবিলা করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে নিশ্চয়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নিতে পারবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।

১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত তাদেরকে টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কী নির্দেশনা দেয়, তার ওপর নির্ভর করছে।

শিক্ষার্থীদের চলমান ক্লাস-পরীক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পরামর্শক কমিটির সঙ্গে যখন যৌথ সভা করেছি, সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে তারা মানার চেষ্টা করছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস, কোর্স উপদেষ্টা মো. মহসীন আলী, প্রশিক্ষণার্থী–কর্মকর্তাসহ বিপিএটিসির অন্য কর্মকর্তারা।

এদিকে শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনার কারণে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

এই সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

  • ফেইসবুক শেয়ার করুন