ই-পেপার

যারা আনারস-ঘোড়া করেছে তারা আ.লীগ করার অধিকার রাখে না- তালুকদার ইউনুস

হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: September 3, 2022

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বিকাল চার টায় হরিনাথপুর গোহাট ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা, যারা বিগত দিনে নৌকার বিপক্ষে কাজ করেছে তাদেরকে কোন পদ না দেয়ার দাবি জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তালুকদার ইউনুস বলেন, যারা আনারস ও ঘোড়া করেছে তারা কখনই আওয়ামী লীগ করার অধিকার রাখে না।

হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম, বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, হিজলা উপজেলার সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দীপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান।

এছাড়াও বক্তব্য দেন- গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু, বড়জালিয়া ইউনিয়নের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, মেমানিয়া ইউনিয়নের সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, যুবলীগ নেতা মিজান সরদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীরসহ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে হরিনাথপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়। সভাপতি ও সম্পাদক পদে যাদের নাম এসেছে তারা আলাদা আলাদা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন।

  • ফেইসবুক শেয়ার করুন