ই-পেপার

ঝালকাঠিতে এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 2, 2023

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ জুলাই )দিনব্যাপী সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আবার যেন বসেছিল পুরনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই।

প্রোগ্রাম সম্পর্কে জানতে চাইলে ’৯৮ ব্যাচের সদস্য ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম রুহুল আমিন রিজভী বলেন, ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হয়েছে। দীর্ঘদিন বিরতিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, এ এক বিরাট পাওয়া। প্রতি বছরই এ ধরনের প্রোগ্রাম ও ভবিষ্যতে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আশা করছি ভবিষ্যতে আরো ভালো কিছু হবে।’

ব্যারিষ্টার রেশাদ বলেন, ‘দীর্ঘ ২৫ বছর পর এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব‌্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ‌্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে। আগামীতেও আমরা এমন আয়োজনে সবাইকে পাশে চাই।

পুনর্মিলনীতে অংশ নেওয়া পুলিশ ইন্সপেক্টর মুরাদ
বলেন, ‘এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই।

সেখানকার সাইফুল ইসলাম বাবু বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই কার্যক্রম ও বন্ধুত্বের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলে বিশ্বাস করি।’

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত পূর্ণমিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি স্মরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন