ই-পেপার

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ২০

বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: December 18, 2021

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাদল তালুকদার ও আপাং কাজী মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ভোরে বাদল তালুকদারের লোকজন আপাং কাজীর লোকজনের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ২০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনিকা তাসনিম বলেন, আহতদের শরীরে বোমা বিস্ফোরণের চিহ্ন রয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন