ই-পেপার

ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 15, 2021

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে এই জরিমানা করেন সংশ্লিষ্টরা।

এসময় বিভিন্ন ধারায় মোট  সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়। গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোতয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র।

এসময় ব্লু মুনের প্রোঃ মোঃ শাখাওয়াত আলম, আরিফ ফল স্টোরের প্রোঃ মোঃ আরিফুল রহমান, বনফুল এন্ড কোং এর প্রোঃ মোঃ মিরাজ হোসেন এবং নাসির কনফেকশনারীর প্রোঃ মোঃ আব্দুর কাদের খানকে মোট সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তারা।

পণ্যের মোড়ক এবং মূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এসআই (নিঃ) মোঃ খসরুল আলমের নেতৃত্বে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন