ই-পেপার

বাউফলে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 28, 2022

পটুয়াখালীর বাউফল উপজেলার কাগুজিরপুল এলাকায় শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি দোকান থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে এবং চার ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ওই চার ব্যবসায়ী হলেন আবদুল মোতালেব, কমল সাহা, মো. জুলফু ও মিন্টু সাহা। আবদুল মোতালেব বলেন,তাঁরা বগার চাল ব্যবসায়ী আবদুল আজিজ ও কালাইয়া বন্দরের চাল ব্যবসায়ী আবদুর রশিদের কাছ থেকে ওই চাল ক্রয় করেছেন।

বিকেল সোয়া পাঁচটার দিকে কাগুজিরপুল এলাকার গাঙ্গুলী বিপণিবিতানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান বলেন,‘চালের বস্তায় সরকারি সিল রয়েছে এবং চালগুলো সরকারি। জব্দ করা প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি গোডাউনে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন