ই-পেপার

খেলাধুলায় শারীরিক বিকাশ ঘটে- ডিআইজি আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 9, 2022

বরিশাল জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুমার মো. মারুফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের সকলকে মাদক মুক্ত দেশ গরার শপথ নিতে হবে। তাছাড়া খেলাধুলা মানুষের শারীরিক বিকাশ ঘটায়।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা সর্বদা মানুষের নিরাপত্তা এবং মানব সেবায় ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমেই পুলিশ সদস্যদের উৎকর্ষতা বাড়াতে হবে। তাই সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার প্রতিও পুলিশ সদস্যদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক- বীর প্রতীক, অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন