ই-পেপার

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 23, 2022

কুয়াকাটা সমুদ্র সৈকতে মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারো ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে ১টি মৃত ডলফিন। রবিবার সকালের দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতি প্রজাতির ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই প্রানীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কানে ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে রবিবার সকালেই ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বন কর্মকর্তাদের নির্দেশে মৃত প্রানীটি মাটি চাপা দেয়া হয়।

পটুয়খালী জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানায়, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষার বিষয় নিয়ে জেলেদের প্রশিক্ষন দেয়া হয়েছে। তবে সামুদ্রিক এ প্রানী রক্ষায় পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন