ই-পেপার

কলাপাড়ায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

এএম মিজানুর রহমান বুলেট,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: | আপডেট: December 22, 2021

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ চতুর্থ পর্যায়ে ৩টি ইউপির ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক, সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, প্রধান শিক্ষক মো.আবদুর রহিমসহ তিনটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলার ৩টি ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর উপজেলার চাকামইয়া, টিয়াখালী এবং নীলগঞ্জ ইউপির নির্বাচন সম্পন্ন হবে। এর মধ্যে টিয়াখালী এবং চাকামইয়া ইউপির ভোট ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেয়ায় লক্ষ্যে আপনারা আপনাদের নিজ নিজ দ্বায়িত্ব পালন করবেন। আপনাদের কোন কর্মকাণ্ড দ্বারা যেন নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাই সচেতন থাকবেন। আমাদের শেষ সময় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

 

  • ফেইসবুক শেয়ার করুন