ই-পেপার

রহমতপুর ব্রিজে বাস চাপায় পথচারীর মৃত্যু: প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 14, 2021

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে ঘটনার পর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা রহমতপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। তারা সড়কের ওপর গাছের গুড়ি ফেলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ হালদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা. আখতারুজ্জামান মিলন সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘ দির ধরেই রহমতপুর ব্রিজ সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক ঝুঁকিপূর্ণ। প্রায় সময় এ সড়কে দুর্ঘটনা ঘটছে। গতীরোধক না থাকায় বাস-ট্রাকসহ যানবাহন দ্রুত গতীতে চলাচল করছে। তাই স্থানীয়দের নারাপত্তার জন্য ব্রিজের দুই প্রান্তে গতীরোধকের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘দুর্ঘটনায় পথচারীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে স্থানীয়রা গতীরোধকের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়া হয়েছে। স্থানীয়দের দাবির বিষয়ে জেলা প্রশাসন এবং সড়ক বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন