ই-পেপার

ভোলায় বিএনপির ডাকা হরতাল বেলা ১২ টায় প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 4, 2022

ভোলায় বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল দুপুর ১২ টায় প্রত্যাহার করা হয়েছে। ভোলা জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর আনুষ্ঠানিকভাবে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

এদিকে, সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে রহিম এবং ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যা করেছে। বিএনপিসহ দেশবাসী এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে।

এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লাশের রাজনীতি বিএনপি করেনা। লাশের রাজনীতি? আওয়ামী লীগ বলে আগস্ট মাস শোকের মাস। অথচ তারা ভোলায় দু’দুটো তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন-বীর বিক্রম বলেন, সরকার জনগণের দাবি দাবায়ে রাখার জন্য গুলি করে দুটি প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি বলেন আন্দোলনকারীদের বুকে, মাথায় পুলিশ গুলি করতে পারে না। গুলি করতে হলে করবে হাটুর নিচে। কিন্তু ভোলায় পুলিশ গুলি করেছে মাথায়, বুকে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি হাফিজ ইব্রাহীম,

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান শীমুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাবেদ,

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক মোহাম্মদ আলমগীর শাহিন, ভোলা জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যান, সিনেমার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন