ই-পেপার

বেলা’র নেটওয়ার্ক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 22, 2021

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগের নেট মেম্বারদের অংশগ্রহণে ‘নেটওয়ার্ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সকাল সাড়ে ১০টায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বেলার বরিশাল অফিসের সমন্বকারী লিংকন বায়েন।
স্বগত বক্তব্যে তিনি বলেন, ‘বেলা; দেশের সার্বিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ পর্যন্ত উচ্চ আদালতে জনস্বার্থে তিন শতাধিক মামলা করেছে এবং যুগান্তকারী সফলতাও এসেছে।

দেশের সুুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে গণসচেতনতামূলক কার্যক্রমের ওপর ‘বেলা’ অবিরাম কাজ করে যাচ্ছে। বেলার কাজকে গতিশীল করতে নেট মেম্বারদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিতি নেট সদস্যরা জেলা ভিত্তিক সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। যার মধ্যে নদী-খাল দখল-ধূষণ-ভরাট, চরমেঘায় ইলিশের অভয়াশ্রমের পার্শ্বে অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাবনা, বন উজাড়, শিপ ব্রেকিং ইয়ার্ড, নদীতে ওষুধ শিল্পের অপরিশোধিত বর্জ্য নির্গমন, বনের পাশে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ, অবৈধ ইটভাটা, কুয়াকাটার পর্যটন এলাকার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা ও শব্দদূষণ, প্লাষ্টিক বর্জ্য দূষণ, নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, খাস পুকুর ভরাট ও দখল এবং পৌর বজ্য সম্পর্কিত পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন নেট সদস্যরা।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর কোহিনুর বেগম, উন্নয়ন কর্মি শুভংকর চক্রবর্তী, রনজিৎ দত্ত, জাহানারা বেগম স্বপ্না, রফিকুল আলম, কাজী এনায়েত হোসেন শিবলু, অধ্যাপিকা শিবানী চৌধুরী, এসএম বাহাউদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব, সোহরাব হোসেন, এম. জসীম উদ্দিন, মর্জিনা বেগম, মো. আসাদুজ্জামান, স্বপন খন্দকার, মিজানুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন