ই-পেপার

বাউফলে ডাকাত সর্দার ইসমাইল গাজী গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক | আপডেট: November 21, 2021

পটুয়াখালীর বাউফলে ডাকাত দলের সর্দার ইসমাইল গাজী (৫০) কে রবিবার ভোরে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়ি থেকে ৪ রাউন্ড গুলি ও দেশী অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ডাকাত সর্দার মোহাম্মদ ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজীর ছেলে।

পুলিশ জানিয়ে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ১০-১২ জন পুলিশ তাকে গ্রেফতার করে। ইসমাইল ডাকাত দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

ঘটনার দিন রোববার ২১ নভেম্বর ভোর রাতে তিনি বাড়িতে আসেন। তার বিরুদ্ধে বাউফল থানা ও পটুয়াখালী আদালতে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল-মামুন সাংবাদিকদের বলেন, ডাকাত ইসমাইল গাজীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

অস্ত্রসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন