ই-পেপার

বরিশালে বাম জোটের প্রভাবহীন হরতাল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 25, 2022

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধ দিবস হরতালে বরিশালের জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। অর্ধদিবস হরতাল সফল করতে নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের কাকলীর মোড়ে জড়ো হতে থাকে।

একপর্যায়ে তারা সড়কের ওপর বসে পড়েন। হরতালের পক্ষে স্লোগান দিতে থাকেন। সেখানে অবস্থান করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বক্তব্য দেন। মাঝে মধ্যে দু’একটি যানবাহন দেখলে পিকেটিংয়ের চেষ্টা করেন কর্মীরা।

যানবাহন চালকদের তারা হরতাল পালনের আহ্বান জানান। এ কারণে সকালের দিকে সদর রোড এলাকায় স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। তবে হরতাল চলাকালে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে তৎপর ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার জানান, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বরিশালে শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছেন।

সকাল থেকেই নগরীর কাকলীর মোড়, লঞ্চঘাট মোড় ও শহীদ মিনারের সামনের সড়কসহ বিভিন্ন সড়কে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে এসব কর্মসূচি পালন করেছেন।

বিজন সিকদার বলেন, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জনতার নাভিশ্বাস উঠেছে। তাই সাধারণ মানুষ হরতালের ব্যাপক সমর্থন দিচ্ছে। বরিশালে সফলভাবে হরতাল পালিত হয়েছে।

এদিকে, নগরীতে ভোরে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। হরতালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে। দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস যথারীতি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। হরতালের কোনো প্রভাব পড়েনি অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রী পরিবহনে।

বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন