ই-পেপার

বরিশালের ৯০ বিদ্যালয়ে শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 30, 2021

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

এবার শতভাগ পাস করেনি এমন কোন বিদ্যালয় নেই বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৪৪৬ টি বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৮টি, পিরোজপুরে ২৭ টি, পটুয়াখালীতে ১৫টি, ঝালকাঠিতে ১১টি, বরগুনায় ৫টি ও ভোলায় ৪টি বিদ্যালয় রয়েছে।

তিনি আরো জানান, এছাড়া বোর্ডের আওতায় ৬ জেলায় ১ হাজার ৩৫৪ টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে শতভাগের নীচে পাশ করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন