ই-পেপার

বরিশালের ৫ হাজার পরিবারে ঈদ আজ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 9, 2022

বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার আজ শনিবার ঈদুল আজহা উদযাপন করবেন। এজন্য অর্ধশতাধিক মসজিদে ঈদুল আজহার আগাম জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মসজিদগুলোতে আজ শনিবার সকাল ৮টা এবং সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার যারা ঈদ উদযাপন করবেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ শনিবার ঈদ পালন করবেন।

তিনি বলেন, হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা দেলোয়ার হোসেন।

আমীর হোসেন বলেন, আজ তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। বরিশাল নগরীসহ জেলার ৫০টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা আজ ঈদের নামাজ পড়বেন বলে জানান আমির হোসেন।

২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তারা আজ শনিবার সকাল ৮টায় ঈদের নামাজ পড়বেন। চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন মাওলানা আবু জাফর। ২৬ নম্বর ওয়ার্ডেও আজ ঈদপালন করবেন প্রায় ১ হাজার পরিবার। নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও পাঁচশতাধিক পরিবার আজ ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন মমিন উদ্দিন কালু।

জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তিনি জানান, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের একহাজারের বেশি পরিবারে শনিবার ঈদ উদযাপিত হবে।

চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী মমিন উদ্দিন কালু, আমীর হোসেন ও নজরুল ইসলাম গতকাল শুক্রবার সমকালকে বলেন, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারাও আজ শনিবার ঈদুল আযহা উদযাপন করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন