ই-পেপার

পায়রা বন্দরে ভিড়ছে মাদার ভ্যাসেল ‘ডেজার্ট চ্যালেঞ্জার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 29, 2023

এ এম মিজানুর রহমান বুলেট।। পটুয়াখালীর পায়রা বন্দরে নোঙ্গর করেছে মাদার ভ্যাসেল ‘ডেজার্ট চ্যালেঞ্জার’। শুক্রবার রাতে সাড়ে ৩৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গ্রিসের (হেলেনিক) পতাকাবাহী এ জাহাজটি বন্দরের এ্যাংকোরেজে এসে পৌছায়। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জন্য ৩৮ হাজার ৬শ‘ ১০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ডেজার্ট চ্যালেঞ্জার (আইএমও নং-৯৬৯৯৮৪২) ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে যাত্রা শুরু করে। পরে শুক্রবার বিকালে জাহাজটি পায়রা বন্দরের বর্হিনোঙ্গরে পৌছলে জাহাজটি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসেন বন্দরের পাইলট গোলাম রাব্বানি। ১০ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস’ ৩৩ মিটার। আজ শনিবার থেকেই জাহাজটি থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে।
পায়রা বন্দরের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, বর্তমানে বলতে গেলে প্রতিনিয়ত বন্দরে আসছে দেশী-বিদেশী জাহাজ। এরই ধারাবাহিকতায় আজ বন্দরে এসেছে ১০ মিটার গভীরতার মাদার ভ্যাসেল ডেজার্ট চ্যালেঞ্জার। আগের থেকে বন্দরের রাজস্ব আয় অনেক বেড়েছে। বর্তমানে বন্দরে অনায়েসে সাড়ে ১০ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে। আমাদের প্রথম টার্মিনালের কাজ শেষ হলে এসব জাহাজ জেটিতেই পন্য খালাস করতে পারবে।

  • ফেইসবুক শেয়ার করুন