ই-পেপার

পাঁচ মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 25, 2022

বরিশালে মাদক মামলায় পাঁচ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী হাসান আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলো- বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকার মোস্তফা চাপরাশি, ভাটারখাল এলাকার রাকিব, বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আওলাদ হোসেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার কামরুজ্জামান ও কিশোরগঞ্জের ভৈরব কালিকা প্রসাদ এলাকার মেয়ে পপি।

আদালত সূত্রে জানাগেছে, ২০১১ সালের ২০ এপ্রিল রাতে গৌরনদীর হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযান করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ বস্তা ফেন্সিডিল বোঝাই স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা।

তবে স্পিডবোট আটকে যাওয়ায় নদীতে ঝাপ দিলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১১ জুন গৌরনদী থানার এসআই আসাদুল হক ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে দণ্ড প্রদান করে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস প্রদাণ করেছেন আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন