ই-পেপার

পদ্মা সেতু

শর্বরী গোমস্তা | আপডেট: September 27, 2022

পদ্মা সেতুর জন্য মোরা, বিশ্ব নন্দিত,
বিশ্ববাসী গড়ছে সেতু শত শত।
কোথাও আছে উড়াল সেতু, কোথাও ঝুলন্ত,
পদ্মা সেতুর বৈচিত্র্যতার, নেই কোন অন্ত।
নিজের দেশের অর্থায়নে, গড়েছি এ সেতু।
বিশ্ববাসী খুজছে সেতুর অর্থায়নের হেতু।
খুজে দেখে সবই স্বচ্ছ, নেই কোন ধোঁয়াশা,
এটাই ছিলো মুজিব কন্যা শেখ হাসিনার আশা।
স্বপ্ন যখন পূর্ণ হলো, তোমারি নেতৃত্বে,
তোমায় নিয়ে গর্ব করে সকল প্রভু-ভৃত্যে।
পদ্মা সেতুর দক্ষিণ পাড়ে, বঙ্গবন্ধুর বাড়ি,
দেখতে যাব সবাই মিলে, চল তাড়াতাড়ি।

  • ফেইসবুক শেয়ার করুন