ই-পেপার

পটুয়াখালীতে মানবেতর জীবনযাপন করছে নিতাই চন্দ্রশীল ও তার পরিবার।

মোঃমেহেদী হাসান(বাচ্চু)পটুয়াখালী | আপডেট: March 26, 2023

পটুয়াখালীর লাউকাঠী ইউনিয়নের ছোট আবাসনের পাশে পলিথিনের ঝুপড়ি ঘরে দুই কন্যা এক ছেলে ও অসুস্থ স্ত্রীকে নিয়ে বসবাস করছেন নিতাই চন্দ্র শীল। তিনি নিজেও বর্তমানে অসুস্থ হয়ে কর্মহীন অবস্থায়। তিনি পৌরশহরের নতুনবাজার এলাকায় নৈশপ্রহরী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। রাত জেগে চোর ডাকাতের হাত থেকে মানুষের সম্পদ রক্ষা করার বিনিময়ে সামান্য রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এক পর্যায়ে সহকারী কমিশনার ভুমি সদর কার্যালয় পটুয়াখালী হইতে ৩ শতাংশ জমি লিজ নিয়ে ধারকর্জ করে কোনমতে একটি টিনসেট ঘর তুলে শহীদ আলাউদ্দিন শিশু পার্ক এলাকায় বসবাস করতেন। এক
পর্যায়ে তিনি অসুস্থ হলে তার স্ত্রী নতুন বাজার যাত্রী ছাউনির
নিচে গভীর রাত পর্যন্ত একটি চায়ের দোকান করে সংসার
চালাতেন। গত ২০২২ সালের মাজা মাজি সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সব হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পরেন, এই সময়টা তার ও পরিবারের জন্য কালবৈশাখী ঝড় ছিলো যে ঝড়ের কবল থেকে এখনও মুক্তি পায়নি। অবশেষে কোন ঠিকানা খুঁজে না পেয়ে লাউকাঠী ইউনিয়নের ছোট আবাসনের পাশে পলিথিন টানিয়ে ছেলে মেয়ে ও অসুস্থ স্বামী স্ত্রী আশ্রয় নেয়। বর্তমানে ও সেখানে পরে আছে ঝড় বৃষ্টি এলে পানিতে ভিজে বসবাস করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন নিতাই চন্দ্রশীল ও তার পরিবার।

  • ফেইসবুক শেয়ার করুন