ই-পেপার

নির্বাচিত হওয়ার পর ১০ কাউন্সিলর কিছুই পাননি- প্রতিমন্ত্রী শামীম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 7, 2022

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম- ‍এমপি। শুক্রবার বিকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে ‍এ কম্বল বিতরণ করেন।

প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার পর ১০ জন কাউন্সিলর কিছুই পাননি। তারা আমাকে বলেছে নির্বাচিত হওয়ার পর জনগণ ও ভোটারদের জন্য কিছু করতে পারলাম না। যখন তারা আমাকে সাহায্যের কথা বলেছে, তখন আমি বললাম এটাও আমার দায়িত্বের মধ্যে পরে। মেয়র সাহেব যতটুকু পারবেন ততটুকু করবেন।

তিনি বললেন, ‘আমার বাড়তি দায়িত্বের মধ্যে করোনার সময় ওয়ার্ডগুলোতেও ত্রাণ বিতরণ করেছিলাম। এখন শীতকাল এসেছে, বাহারকে আমি বলেছি তোমার ওয়ার্ডে যারা গরীব রয়েছেন, কম্বল নেই তাদের মাঝে শীতবস্ত্র দেয়ার আয়োজন করো। আমি নিজে এসে দিয়ে যাবো। আপনাদের ওয়ার্ডে ১৪ হাজার লোকের সবাইকে কম্বল দেয়া সম্ভব না, আমার আরো ওয়ার্ড রয়েছে, ইউনিয়ন রয়েছে। আজ এখানে ৬ শত কম্বল দিয়ে চেষ্টা করলাম। কষ্ট কিছুটা লাঘব করার।

বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ‍এনামুল হক বাহার এর সভাপতিত্বে অনুুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিসিবি পরিচালক আলমগীর খান আলো, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বাদশা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন