ই-পেপার

কলেজছাত্র খুন: ময়না তদন্ত রিপোর্ট না আসায় হয়নি চার্জশীট

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 22, 2021

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই মে¤া^র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে নিহত কলেজছাত্র আরিফ হোসেন (২০) ময়না তদন্ত রিপোর্ট এখনো হাতে পায়নি পুলিশ। ফলে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি।

নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়ার দায়ের করা মামলায় আসামি করা হয়েছিল ২১জনকে। এদের মধ্যে ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ঝালকাঠির কারাগারে রয়েছেন। অন্যরা হাইকোর্ট থেকে জামিন পান। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

মামলার তদন্ত কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপ পরিদর্শক মাহামুদুর রহমান জানান, ২১ জুন কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান।

পরের দিন রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন। একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ী মেম্বার মজিবর রহমানের সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখে।

এ খবর পেয়ে ফারুকের লোকজন আটক হোসেনকে ছাড়াতে আসলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আরিফ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৩ জুন ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা। পরে পুলিশ ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মজিবর রহমানসহ ৭জনকে গ্রেপ্তার করে।

নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বলেন, আমার ছেলে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ রইলো। দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন