ই-পেপার

কলাপাড়ায় কৃষকের ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | আপডেট: January 5, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের মুসা কাজেম নামের কৃষকের ক্ষেত থেকে এটি উদ্ধার করা হয়। তবে এটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিলো বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। এসময় ওই এলাকার একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের ক্ষেতে গেলে সেখান থেকে ধরে ফেলে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌছে শকুনটিকে উদ্ধার করে।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে,তাই এটিকে প্রানি সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে প্রানিটিকে বনে অবমুক্ত করা হবে।
কলাপাড়া উপজেলা প্রানি সম্পদ অফিসের উপ সহকারী কর্মকর্তা সুভাশিষ জানান, শকুনটিকে প্রানি সম্পদ অফিসে নিয়ে আসলে আমরা সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবো।
  • ফেইসবুক শেয়ার করুন