ই-পেপার

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ নিয়ে সুখবর দিলেন বিজ্ঞানীরা

বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: December 18, 2021

বিশ্ব জুড়ে করোনা নতুন ভয়াল থাবার নাম ওমিক্রন। নতুন এই ভ্যরিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের বুস্টার ডোজ ৮০ শতাংশের বেশি কার্যকরী বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

অন্যান্য ভ্যাকসিনের তুলনায়, বুস্টার ডোজ ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ্য ব্যক্তিকে প্রায় ৮৫ শতাংশ সারিয়ে তুলতে সক্ষম বলেও জানান গবেষকরা।

ইম্পেরিয়াল কলেজের একদল টিম তাদের হাতে থাকা ওমিক্রনের সর্বশেষ তথ্যর ওপর পরীক্ষা চালনোর পর এই তথ্য জানিয়েছেন। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন মনে করেন করেন তারা।

ইমপেরিয়ালের গবেষণা দলের একজন অধ্যাপক আজরা গনি জানান, ‘ওমিক্রনের সিভিয়ারিটির পরিসর সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। তবে সম্ভাব্য যেকোনও প্রভাব মোকাবিলায় সরকারকে পরিকল্পনা হাতে রাখতে হবে।’

এদিকে আবারও রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। মহামারি শুরুর পর থেকে গেল এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যে নতুন করে ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন ধরন ওমিক্রন আতঙ্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেও লকডাউনের সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাজ্য প্রশাসন।

আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যে করোনা শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার যুক্তরাজ্যে নতুন কোরে ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একদিন আগেও যা ছিল ৭৮ হাজার।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে এক দিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ কোটি ১১ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ সংখ্যা পৌঁছানোয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

করোনার আগের ধরনগুলোর সঙ্গে তুলনা করলে আগামী কয়েক দিনে সংক্রমণের হার নাগালের বাইরেও চলে যেতে পারে। বড়দিনের উৎসব ঘিরে আক্রান্ত আরো বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যে দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সংক্রমণ মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন যুক্তরাজ্যের শতাধিক আইনপ্রণেতা। এখনই লকডাউন জারির কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন