নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 29, 2021
বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) সড়ক থেকে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কাটা গাছ নিয়ে যাবার সময় তা জব্দ করেছে উপজেলা বন বিভাগ।
উপজেলা বন বিভাগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পয়সারহাট-মাহিলাড়া ওয়াপদা সড়কে সরকারিভাবে ১২ বছর পূর্বে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছিল। ওই সড়কের সরকারি ১২ট বিভিন্ন প্রজাতির গাছ উপজেলার গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া নামক স্থান থেকে কেটে নেয়।
সরকারি গাছ কেটে নেয়ার খবর স্থানীয়রা উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদারকে জানালে তিনি আগৈলঝাড়া থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারি কাটা গাছ জব্দ করেন। পরে জব্দকৃত গাছ গুলো উপজেলা সদরে নিয়ে আসেন তিনি।
রাহুৎপাড়া গ্রামের আয়কর আইনজীবী সমীরণ রায় জানান, গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের মৃত: গণেষ হালদারের ছেলে দেবাশীষ হালদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল চাম্বল, রেইন্টি, মেহগনি, রাজ কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়। এর আগেও কয়েকবার দেবাশীষ সরকারি গাছ কেটে নেয়।
অভিযুক্ত দেবাশীষ হালদার জানান, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সড়কের পাশের জায়গা আমাদের। তাই আমাদের জায়গার গাছ কেটেছি। স্থানীয়দের অভিযোগের কারণে আমার কাটা গাছগুলো উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জব্দ করেছেন।
উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জানান, সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার সংবাদ শুনে থানা পুলিশের সহয়তায় ঘটনাস্থলে গিয়ে ১২ পিচ বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।