নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 29, 2021
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে ৭টি হিন্দু পরিবারের জন্য আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিজ এলাকা পূর্ব সেরাল গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, নবনির্বাচিত ইউপি সদস্য লিটন সরদার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি পূর্ব সেরাল গ্রামে নিজস্ব অর্থায়নে ৭টি অসহায় হিন্দু পরিবারকে ঘর নির্মাণ করে দিতে জমি কিনে দিয়েছেন।
সেই জমিতে টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশে সোমবার সেই বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।