নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 17, 2021
ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ে তুলতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। ভিক্ষাবৃত্তি ছেরে তাদের সাবলম্বি করে গড়ে তুলতে ভ্যানগাড়ি, সবজি ও ছাগলসহ বিভিন্ন উপকরন দেয়া হচ্ছে তাদের। এরি মধ্যে বুধবার বরিশালের ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন নারী ও ২২ জন পুরুষ। মোট ভিক্ষুকদের মধ্যে ৮ জন হলেন শারীরিক প্রতিবন্ধী। দুপুর ১টার দিকে বরিশাল সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা তুলে দেন।
‘এর আগে ভিক্ষাবৃত্তিকে না বলুন’ এই সেøাগান নিয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভবঘুরে ভিক্ষুকদের পুনর্বাসনে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল, সবজি দোকানের মালামালসহ ব্যবসায়ীক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসন কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে পুর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১৪ জনকে চা ও মুদি দোকানের মালামাল, ২ জনকে ছাগল, ২ জনকে সেলাই মেশিন, ২ জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই মেশিন কাজের উপকরণ, ৩ জনের হাতে কাপড়ের ব্যবসায়ীক উপকরণ ও প্রত্যেককে নগদ ৩শত টাকা করে খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করেন অতিথিবৃন্দ।