খান রুবেল | আপডেট: January 6, 2022
দীর্ঘ ২৮ বছর পরে বরিশাল জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৮ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বর্ধিত সভা করে সম্মেলনে তারিখ ঘোষণা হবে। এ সম্মেলনের মাধ্যমেই আদুভাই দাদুভাই যুগের অবসান ঘটিয়ে যুবলীগে নতুন নেতৃত্ব আসবে বলে মনে করছেন দলের নেতারা। তাই সম্মেলনের প্রস্তুতিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বর্তমান এবং পদ প্রত্যাশি নেতারা।
জানা গেছে, সবশেষ ১৯৯৩ সালের ১৯ নভেম্বর সম্মেলনের মাধ্যমে গঠন হয়েছিল বরিশাল জেলা যুবলীগ। তিন বছর মেয়াদি ওই কমিটিতে জাকির হোসেনকে সভাপতি এবং ফজলুল করিম শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়।
একইভাবে ২০০৪ সালে গঠন হয় মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদী এই কমিটিতে সাবেক কমিশনার নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক, মাহমুদুল হক খান মামুন ও মেজবাহ উদ্দিন জুয়েলকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তীতে কো-অপট যুগ্ম আহ্বায়ক করা হয় সাহিন শিকদারকে।
এরপরে জেলা এবং মহানগর যুবলীগের নতুন করে আর কোন কমিটি হয়নি। এমনকি হয়নি কোন সম্মেলনও। যার প্রভাব পড়ে উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে। একই অবস্থায় পতিত হয় ইউনিট কমিটিগুলো। আর আদুভাই-দাদুভাই বনে যান জেলা ও মহানগর যুবলীগের নেতৃত্বে থাকা পদধারী নেতারাও।
খোঁজ নিয়ে জানা গেছে, দায়িত্বশীল পদে থাকা নেতারা যুবলীগের পদ না ছাড়লেও পদোন্নতি সুযোগ ছাড়েননি। নেতৃত্বস্থানীয় নেতারা এখন সবাই মূল দল অর্থাৎ আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আছেন। জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন আছেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েল আছেন মহানগর আওয়ামী লীগের সদস্য পদে। পূর্বের কমিটির সহ-সভাপতিও ছিলেন যুবলীগের বর্তমান আহ্বায়ক।
এদিকে, নেতৃত্ব দানের আশায় দীর্ঘদিন যুবলীগকে সুসংগঠিত করে আসছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, সাবেক ছাত্র নেতা তারিক বিন ইসলাম, কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না, জিয়াউর রহমান জিয়া, শেখ আরাফাত হোসেন বাবু, মাকসুদ আলম মাসুদ। তারাও এখন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতৃত্বে থাকা নেতারাও যুবলীগে পদোন্নতীর আশায় থাকতে থাকতে হতাশ হয়ে পড়েছেন। ঠিক সেই মুহুর্তে সম্মেলনের খবরে যুবলীগের পদ প্রত্যাশি এবং নতুন প্রজন্মের মাঝে আশার আলো জাগিয়েছে। সম্মেলনের মাধ্যমে যুবলীগ একটি নতুন ভিত খুঁজে পাবে বলে মনে করছেন তারা।
বরিশাল মহানগর যুবলীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘যুবলীগকে পুনর্গঠনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। তার অংশ হিসেবে আগামী ৮ জানুয়ারি জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন। তাদের উপস্থিতিতে সম্মেলনের বিষয়ে আলোচনা এবং তারিখ নির্ধারণ হবে বলে জানিয়েছেন তিনি।
তবে বরিশাল জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘কমিটি গঠন বা সম্মেলন সংক্রান্ত কোন বিষয় নয়। যুবলীগের নতুন কেন্দ্রীয় কমিটি হয়েছে। তাদের সাথে পরিচয় এবং আলাপ আলোচনার হবে বর্ধিত সভায়। এরপর বরিশাল যুবলীগের বিষয়ে আলোচনা। তবে এতে অনেক সময় লাগবে।