ই-পেপার

হিজলা বিসিডি স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন

হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: December 5, 2021

বরিশালের হিজলা উপজেলার বি সি ডি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গাফফার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন, সম্পাদক আবুল কালাম আজাদ শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এমপি পংকজ নাথ।

  • ফেইসবুক শেয়ার করুন