ই-পেপার

হিজলায় বিধবা বৃদ্ধার জমি দখলের চেষ্টা

হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: December 1, 2021

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর গ্রামের রিজিয়া বেগম নামে এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে জমি দখল চেষ্টাার ‍এই ঘটনা ঘটে। ষাটোর্ধ্ব বৃদ্ধা রিজিয়া বেগম ওই গ্রামের মৃতঃ নুর ইসলাম মোল্লার স্ত্রী।

রিজিয়া বেগম বলেন, আমার স্বামী নুর ইসলাম ও দেবর সাড়ে ৪ কড়া জমি ক্রয় করে বাড়ি করে। আমার স্বামী মৃত্যুর পরে দেবরের অনুপস্তিতিতে র্দীঘ ২৫ বছর এ জমি ভোগদখল করে আসছি।

গত কয়েক বছর আগে দেবরের জমি অংশটুকু বিক্রি করবে বলে আমি বায়না চুক্তি করে টাকা দেই। কিছুদিন আগে আমার বাড়ির পাশ্ববর্তি মৃত্যু আঃ রব হাওলাদার পরিবাবের সদস্যরা এ জমি দখল করতে আসলে জানতে পাই তারা জমি ক্রয় করছে।

আমি বাধা প্রদান করলে তারা থানায় একটি অভিযোগ করে। আগামী ৫ ডিসেম্বর সালিশ মীমাংশা হওয়ার কথা রয়েছে। কিন্তু তারা আইন আমান্য করে ১ ডিসেম্বর বুধবার ভোর ৫ টার দিকে আমার বাড়িতে নতুন ঘর নির্মাণ করতে আসে।

এ বিষয়ে রব হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার জানান, আমরা ৮ বছর আগে ওই জমিটি ক্রয় করেছি। বর্তমানে সেখানে একটি ঘর মেরামত করতে গিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল বিন বাশার বলেন, আমি বিষয়টি অবগত আছি। বিষয়টি নিয়ে আগামী ৫ ডিসেম্বর থানায় একটি মীমাংশার কথা রয়েছে।

হিজলা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন