ই-পেপার

হিজলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: November 22, 2021

বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ২২ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলার দূর্গাপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হিজলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক স.ম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।

এছাড়াও উপস্তিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আফসার, দিদার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক স.ম ফারুক, সদস্য সচিব ফয়েজ হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল্লাহ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়খ আরিফ তালুকদার।

  • ফেইসবুক শেয়ার করুন