হিজলা (বরিশাল) প্রতিবেদক | আপডেট: January 13, 2022
বরিশালের হিজলা উপজেলায় দুদিন ব্যাপি বার্ষিক ওরশ শরীফ পালিত হচ্ছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা গ্রামের প্রতি বছরের ন্যায় ১২ ও ১৩ জানুয়ারি এ ওরশ মোবারক পালন করে আশেকান ভক্তবৃন্দ।
শুরেশ্বরের হযরত মাওলানা জান শরীফ শাহ শুরেশ্বরী (রঃ) এর খলিফা হযরত সৈয়দমীর কাসেম আলী শাহ মোজাদ্দেদী আল শুরেশ্বরী এবং মাওলানা রহমাতউল্লাহ ওরফে সফি লালু শাহ মোজাদ্দেদী আল শুরেশ্বরীর আশেকান খলিফা মৃত নুর ইসলাম রাড়ীর খানকা শরীফে এ ওরশ মোবারক পালন করা হয়।
নুর ইসলাম রাড়ির মৃত্যুর পরে তার ছেলে মোঃ মিজানুর রহমান রাড়ি প্রতি বছর এ ওরশ শরীফের আয়োজন করে থাকেন। ওরশ শরীফ উপলক্ষে রাতভর চলে বিভিন্ন বিভিন্ন বাউল শিল্পীদের পালা গান।
এ বছর শুরেশ্বরের ভক্তবৃন্দদের জন্য ঢাকা থেকে বাউল শিল্পী নুরুজ্জামান দেওয়ান ও সূবর্ণা সরকার কে বাউল গান পরিবেশেনের জন্য আনা হয়। হিজলা মুলাদীর অসংখ্য শুরেশ্বরের ভক্তরা জমায়েত হয় এ অনুষ্ঠানে।