নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 2, 2022
বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা-চাচীসহ চারজনকে পিটিয়ে আহত করেছে ভাতিজারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ১ জানুয়ারি বেলা ১২টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আবুল বাশার গাজীর বাগিতে এই ঘটনা ঘটে।
জানা যায় আবুল বাশার গাজী এবং তার ভাতিজা আজাদ গাজী ও কালাম গাজীদের সঙ্গে র্দীঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ নিরসনে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আবুল বাশার গাজীর বাড়িতে যান।
সেখানে দুপক্ষের কথার কাটাকাটির এক পর্যায়ে আবুল কাসেম গাজীর ছেলে আজাদ, নওয়াব রবিন রুবেল ও কালাম গাজী ছেলে কামরুল, মাসুদসহ ১০-১৫ জন মিলে হামলা করে।
এতে আবুল বাশার গাজীর স্ত্রী নুরজাহান বেগম (৫০) মেয়ে আকলিমা (৩২) জান্নাত (২২) সহ পরিবারের অন্যন্য সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় আবুল বাশার গাজী বাদী হয়ে হিজলা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন, হামলা ঘটনায় এজাহারভুক্ত একজন আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।