ই-পেপার

হিজলায় ৩ জন মাদক ব‍্যাবসায়ীকে আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 17, 2023

বরিশালের হিজলা উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মহসিন শিকদারের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশের একটি চৌকস টিম ৩ জন মাদক বিক্রেতাকে ৪ কেজি গাজা ও ৭ পিচ্ ইয়াবা সহ আটক করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়ার নেতৃত্বে এস আই খলিল এস আই আরিফ ও এ এস আই বসির সহ হিজলা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ই মে ২০২৩ তারিখ ভোর রাত আনুঃ ৪ টার সময় উপজেলার কালিকাপুর গ্রামের শামচু শিকদারের ছেলে মহসিন শিকদার(৩২) মোঃআনিচ (৩৫) ও আঃ হক জমাদ্দারের ছেলে শামিম জমাদ্দার (২৩) কে। ৪ কেজি গাজা ও ৭ পিচ ইয়াবা ট‍্যাবলেট সহ আটক করেন।

এ ব‍্যাপারে জানতে ঘটনাস্থলে গেলে নাম প্রাকাশে অনিচ্ছুক একাধিক ব‍্যাক্তি জানান এরা সুধু মাদক বিক্রি-ই করেনা এদের একটি গ্রুপ আছে।

এরা মাঝে মাঝে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি করে।

তাই এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলেতে পারেনা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক কারবারিকে ৪ কেজি ও ৭ পিচ্ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই।
আটকৃত দের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা রুজু হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অভ‍্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন