নিজস্ব প্রতিবেদক | আপডেট: February 11, 2023
লালমেহান (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শনিবার সকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অর্ধশত নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা সব সময় শিক্ষার্থীদের সকল দিক থেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি।
এসময় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।