বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 23, 2022
নড়াইলে ফুফুকে উত্ত্যক্তের প্রতিবাদে ভাতিজাকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ( ২৩ জানুয়ারি) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা নড়াইল সদর উপজেলার সীমান্তবর্তী যশোর অভয়নগর উপজেলার কামপুর গ্রামের মো. বাছের আলী ও তার ভাই মো. কামাল মোল্যা। বাছের আলী তাদের পার্শ্ববর্তী নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. রেজাউল মোল্যার বিধবা ফুফুকে উত্ত্যক্ত করত।
রেজাউল মোল্যার প্রতিবাদ করার জেরে ২০১৯ সালের ২৬ জুন বাছের ও কামাল রেজাউলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা রাবুল মোল্যার দায়ের করা মামলার তদন্ত শেষে ওই বছরের ২১ অক্টোবর আসামি বাছের আলী ও কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সদর থানা পুলিশ।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত বাছের আলীকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা এবং তার ভাই কামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানায়।