ই-পেপার

সুরভী লঞ্চে সাংবাদিক নির্যাতন: দুদিনেও দৃশ্যমান পদক্ষেপ নেই পুলিশের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 11, 2022

বরিশাল নদী বন্দরে এমভি সুরভী-৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গত দুদিনেও দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে সাংবাদিক নির্যাতনের স্পস্ট প্রমাণ থাকা সত্যেও পুলিশী তদন্তের নামে সময় ক্ষেপনের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

এদিকে, নিগৃহীত সাংবাদিকদের গতকাল সোমবার সমবেদনা জানিয়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সুরভী নেভিগেশন কর্তৃপক্ষ। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত সুরভী নেভিগেশনের ম্যানেজার মিজানুর রহমানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সুরভী নেভিগেশনের পরিচালক রেজিন-উল কবির।

এর আগে রবিবার বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে আগত সুরভী-৯ লঞ্চে শ্রমিকদের হাতে যাত্রী নির্যাতনের ভিডিওচিত্র ধারন করতে গিয়ে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার মিদুল ইসলাম মোহন দেওয়ান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন রুহুল আমীনকে মারধরের শিকার হন।

এ ঘটনায় তাৎক্ষনিক লঞ্চের অভিযুক্ত ম্যানেজার মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সুরভী নেভিগেশন কর্তৃপক্ষ। তাছাড়া যাত্রী ও সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত লঞ্চটির সাইলেন্সার পাইপ ত্রুটিমুক্ত না করা পর্যন্ত পরবর্তী যাত্রা বাতিল করেছে নদী বন্দর কর্তৃপক্ষ। তাছাড়া যাত্রী নির্যাতনের ঘটনায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লিখিত অভিযোগ দিয়েছেন।

পাশাপাশি নির্যাতিত দুই সাংবাদিক রবিবার বিকেলে কোতয়ালী মডেল থানায় পৃথক অভিযোগ দিয়েছেন। কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। লঞ্চের সিসি ক্যামেরায় সাংবাদিক নির্যাতনের স্পস্ট ভিডিও থাকলেও পুলিশ তদন্তের নামে সময় ক্ষেপন করছে বলে অভিযোগ সাংবাদিক নেতৃবৃন্দের। তবে তদন্ত চলমান আছে বলে দাবি কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিম-উল করিমের।

অপরদিকে, নির্যাতনের শিকার দুই সাংবাদিককে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সৌজন্য সাক্ষাত করেন সুরভী নেভিগেশনের পরিচালক রেজিন-উল কবির। এ সময় তিনি আবারও ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি নির্যাতিত দুই সাংবাদিকের প্রতি সমবেদনা জানান তিনি।

সাময়িক বরখাস্ত হওয়া ম্যানেজার মিজানকে স্থায়ী বরখাস্ত করা সহ ওই ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সুখে-দুঃখে বরিশালের সাংবাদিকদের পাশে থাকার কথা বলেন তিনি।

এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন, সহ-সভাপতি রাহাত খান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক মতবাদ এর উপদেষ্টা সম্পাদক মুরাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. জহির, সাংবাদিক গিয়াস উদ্দিন সুমন, জাকির হোসেন প্রমুখ।

এদিকে, সুরভী কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। তবে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আইনগত প্রতিকার পেতে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন।

  • ফেইসবুক শেয়ার করুন