নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 12, 2023
আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১২ জুন) বিকেলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর এই ঘোষণা দেন ইসলামী দলটির আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
এরআগে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত হন। এই হামলার প্রতিবাদে বরিশালে নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তাৎক্ষণিক ঢাকায় বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের কর্মী-সমর্থকরা।
এদিকে নির্বাচনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনেরও পদত্যাগ চেয়েছেন চরমোনাই পীর। আর মেয়রপ্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে জেলায়-জেলায় বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে।