নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 28, 2021
জমি বিরোধের জের ধরে সিঁদ কেটে ঘরে ঢুকে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা টের পেয়ে বাধা দেয়ায় পিটিয়ে আহত করা হয়েছে ভাবিকেও।
গত শুক্রবার ২৪ ডিসেম্বর রাত দেড়টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের ইমান আলী নেগাবানের ছেলে আহত আফেজ নেগাবান (৫৫) কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, সিঁদ কেটে ঘরে ঢুকে কুপিয়ে জখমের ঘটনায় মির্জাগঞ্জ থানায় গত ২৫ ডিসেম্বর হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। আহত আফেজ নেগাবানের বড় ছেলে আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আহত’র সৎ ভাই আশ্রাফ নেগাবান, ইব্রাহিম নেগাবান, শহিদ নেগাবান, চান মিয়া সিকদারকে আসামি করা হয়েছে।
তবে ঘটনা এবং মামলা দায়েরের বেশ কয়েকদিন অতিবাহিত হলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি আফেজ নেগাবানের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
মামলার বাদী আল আমিন জানান, ‘দীর্ঘ দিন ধরে জমি নিয়ে তার বাবার সাথে সৎ চাচাদের সাথে বিরোধ চলে আসছিল। গত বছর ধান কাটা মৌসুমে রাতের আধারে বিরোধীয় জমির ধান কেটে নিয়ে যান তারা। এর ধারাবাহিকতায় গত এ বছর পুনরায় জমির ধান কেটে চেয়ার পায়তারা করে। তা না পারায় রাতের আধারে সিঁদ কেটে ঘরে ঢুকে আফেজ নেগাবানকে হত্যার চেষ্টা করে।
এসময় আফেজ নেগাবানের স্ত্রী ফাতেমা বেগম বাধা দিলে তাকেও এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত এবং তার পরিবার।