মুলাদী (বরিশাল) প্রতিবেদক | আপডেট: December 4, 2021
বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম সিরাজুল হক মন্টুর ভাই, চারবারের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি নীতি নির্ধারক মোশাররফ হোসেন মঙ্গুর জীবন ও কর্মনিয়ে তারই কন্যা ডাঃ জাহানারা লাইজু রচিত ‘বাবার যাপিত জীবন ও রাজনীতির পথচলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বেলা ৩টায় রাজধানীর রাজউক উত্তরা এ্যাপার্টমেন্ট প্রজেক্টে মোশাররফ হোসেন মঙ্গুর সভাপতিত্বে ও ডাঃ জাহানারা লাইজুর সঞ্চালনায় অনুষ্ঠিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট জয়নুল আবেদিন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ কুতুব উদ্দিন, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কবির উদ্দিন আফসারী, আশরাফুননেছা চৌধুরী, কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন, মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি এনামুল হক ইনু, সরোয়ারদী মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মাহবুবুল ইসলাম, ডাঃ আফজালুন নেসা চৌধুরী, ঢাকা শিশু হাসপাতালের ডাঃ খালেদ মাহমুদ শাকিল প্রমুখ।