ই-পেপার

সন্ধ্যায় সারবোঝাই বাল্কহেড ডুবি: সর্বরাহকারী প্রতিষ্ঠানকেই দিতে হবে ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 26, 2021

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বিসিআইসির ৬৪০০ বস্তা ইউরিয়া সারসহ এম.ভি আব্দুর রহমান-২ বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় সার সর্বরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান পোটোন ট্রেডার্সকেই বিসিআইসির ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিআইসির পাঁচ জেলার দায়ীত্বেরত কর্মকর্তা আব্দুর রহিম খন্দকার।

তিনি জানান, তারা সরকারি নিয়ম অনুযায়ী বিসিআইসির সার এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করার জন্য সর্তসাপেক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়োগ করে থাকেন। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিসিআইসির সঙ্গে সার পরিবহনের সমপরিমান মূল্য বিসিআইসির সরকারি কোষাগারে জমারাখার চুক্তিবদ্ধ হতে হয়।

সে অনুযায়ী সার সর্বরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান যদি এক স্থান থেকে সুনিদৃষ্ট স্থানে ওই সার পরিবহন করতে না পারেন, সে জন্য সর্তঅনুযায়ী সেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে জামানত হিসেবে সরকারি কোষাগারে জমা রাখা টাকা থেকে ক্ষতিপূরণ হিসেবে সারের সমপরিমান মূল্য সরকারি কোষাগারে কেটে রাখা হয়। এক্ষেত্রে যশোরের নওয়াপাড়া থেকে বিসিআইসির ইউরিয়া সরবারাহ করার জন্য পোটোন ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কন্টাক নেয়।

বিসিআইসির সর্ত অনুযায়ী নওয়াপাড়া থেকে তাদের ওই ইউরিয়া সার উজিরপুর উপজেলার শিকারপুর হয়ে নিদৃষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার কথা। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বিসিআইসির সেই ইউরিয়া সার সুনিদৃষ্ট গন্তব্যে পৌছে দিতে পারেননী। ২২ নভেম্বর তাদের চুক্তিভিত্তিক সেই ইউরিয়া সার বোঝাই এম.ভি আব্দুর রহমান-২ বাল্কহেডটি সন্ধ্যা নদীতে ডুবে যায়। এক্ষেত্রে সর্তঅনুযায়ী বিসিআইসির সেই ইউরিয়া সার সর্বরাহকারী প্রতিষ্ঠান পোটোন ট্রেডার্সকেই এর ক্ষতিপূরণ দিতে হবে।

অপরদিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বিসিআইসির ৬৪০০ বস্তা ইউরিয়া সারসহ এম.ভি আব্দুর রহমান-২ বাল্কহেড ডুবীর ঘটনায় দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

২৪ নভেম্বর জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত ওই তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রের্ট মো. রকিবুর রহমান খাঁনকে আহবায়ক ও বরিশাল বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা এবং থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনকে সদস্য করা হয়েছে।

ডুবে যাওয়া এম.ভি আব্দুর রহমান-২ বাল্কহেডটি উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পাবেন বলে জানিয়েছেন কমিটির সদস্য ও বরিশাল বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

স্থানীয় খোদাবখসা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও গোয়াইবাড়ি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মা.মোবারক আলী শিকদার জানান, ২১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সন্ধ্যা নদীর তীর ঘেষে এম.ভি আব্দুর রহমান-২ নামের একটি অর্ধবোঝাই বাল্কহেড নঙ্গর করা দেখতে পান।

পরদিন ২২ নভেম্বর সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ওই বাল্কহেডটি পূর্বের দিনের চেয়ে অনেকটা খালি দেখতে পান। পরে তিনি মাদরাসায় চলে যান। সেখানে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, ওই দিন সকাল অনুমান সাড়ে ১০টার দিকে সেই বাল্কহেডটির তলা ফেটে সন্ধ্যা নদীর মাঝে পিছন দিক থেকে আস্তে আস্তে (দীর্ঘ সময় নিয়ে) ডুবে যায়। এসময় স্থানীয় জেলেদের সহায়তা এম.ভি আব্দুর রহমান-২ বাল্কহেডের সুকানীসহ তিন জন তীরে উঠতে সক্ষম হন।

  • ফেইসবুক শেয়ার করুন