বিএসএল নিউজ ডেস্ক | আপডেট: January 4, 2022
বান্দরবানের লামায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে মংক্যচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে লামার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মংক্যচিং মার্মা (৩৫) রাঙামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা। রূপসীপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মংক্যচিং মার্মা রাঙ্গামাটি থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় শশুরবাড়িতে আসেন বউ ও সন্তানকে নিয়ে যেতে। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে। এতে মংক্যচিং ঘটনাস্থলে মারা যান। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মংক্যচিংকে গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।