ই-পেপার

শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ- পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: January 9, 2022

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, ‘শেখ হাসিনার স্পর্শে বদলে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিকে বদলে যাওয়া বাংলাদেশের ১৩ বছর।

রবিবার দুপুরে মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন সংসদ সদস্য পংকজ নাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন,

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, মনির হাওলাদার, হাবিবুর রহমান লিটন, কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সভা শেষে সাংসদ পংকজ নাথ গরীব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন