ই-পেপার

শেখ হাসিনাই জনগণের ভোটাধিকার হরণ করেছে : আকন কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 30, 2021

বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘সারা বিশ্বে দিনের ভোট রাতে করে না। একমাত্র শেখ হাসিনাই দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। দিনের বেলায় ভোট কেন্দ্রে ভোটারের পরিবর্তে কেন্দগুলোতে কুকুরের ছবি দেখা গেছে।’

আজ বৃহস্পতিবার (৩০) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর সদররোড দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভোটাধিকার হরন দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বরিশাল মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী দেশের নির্বাচনের সুষ্ঠ প্রক্রিয়া ব্যবস্থা ধ্বংস করে দেওয়ায় আজ তারা আন্তর্জাতিকভাবে গুম ও খুনের সরকার হিসেবে পরিচিিত পেয়েছে।’

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি এতো জনপ্রিয় নেত্রী হয়ে থাকলে দেশে নিরপেক্ষভাবে জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে দেখতে পাবেন গোপালগঞ্জেও আপনার জামানত থাকবে না।’

প্রধানমন্ত্রী এটা ভাল করেই যানেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাহিরে রেখে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী আইরজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, সাবেক ছাত্র নেতা আ.ন.ম সাইফুল আহসান আজিম।

আরো উপস্থিত ছিলেন- বিসিসি’র সাবেক প্যানেল মেয়র কে.এম শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি কামরুল হাসান রতন, নুরুল আলম কয়েস, যুবদল নেতা মারুফ আহমেদ, সাবেক ছাত্র নেতা নাজমুল হাসান সগির, এ্যাডভোকেট শেখ হুমাউন কবির মাসুদ, এ্যাডভোকেট সরোয়ার হোসেন, এ্যাডভোকেট আজাদ হেসেন, এ্যাডভোকেট হুমাউন কবির বাপ্পি, এ্যাডভোকেট জাকির হোসেন মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তরা অভিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ বিদেশে সু-চিকিৎসার দাবি জানান। এসময় বিক্ষোভ সমাবেশে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন