ই-পেপার

শীতকালে বেশি গোসল ক্ষতিকর!

বিএসএল নিউজ ডেস্ক: | আপডেট: December 8, 2021

শীতকালে সকালে কাজে যাবেন। অনেকেই বের হওয়ার আগে গোসলে যেতে চান না। ঠান্ডা পানি হোক কিংবা গরম পানি, শীতকালে গোসল করাই কঠিন একদল মানুষের কাছে। কিন্তু প্রশ্ন হল দিনের পর দিন এমন চললে কি কোনও সমস্যা হতে পারে?

প্রতিদিন গোসল না করলে কী হয়?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এ সময়ে প্রতিদিন গোসল করা আসলে শরীরের জন্য তেমন ভালো নয়। অন্যরা তা নিয়ে যতই ঠাট্টা করুন না কেন!

* আমেরিকার চর্মরোগ চিকিৎসকরা জানাচ্ছেন, গোসল করার অভ্যাস পরিষ্কার থাকার জন্য তত জরুরি নয়। অর্থাৎ নিয়মিত গোসল করেন না মানেই অপরিচ্ছন্ন, এমন নয়।

* গরম পানিতে গোসলে কী ক্ষতি হয় জানেন?

ত্বক আর্দ্র হওয়ার বদলে শুষ্ক হয়ে যেতে পারে। ফলে প্রতিদিন গোসল করলেও ১০ মিনিটের বেশি সময় ধরে না করাই ভালো।

* গোসল না করলে কিছু ব্যাকটিরিয়া জন্ম নেয় আমাদের শরীরে। এ সময়ে ত্বক ভালো রাখতে এসব ব্যাকটিরিয়া খুব জরুরি। গোসল করলে সেই ব্যাকটিরিয়াগুলো চলে যায়। তাতে সমস্যা হতে পারে। তাই শীতকালে সপ্তাহে দু’-তিন বারের বেশি গোসল না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা।

* শীতকালে বেশি গোসল করলে নখেরও ক্ষতি হতে পারে। কারণ এই সময়ে নখের অবস্থা খারাপ থাকে। বার বার গোসল করলে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন