ই-পেপার

লালমোহন সাংবাদিক মাকসুদ উল্লাহর পরিবারের উপর হামলা

লালমোহন (ভোলা) প্রতিবেদক | আপডেট: November 13, 2021

লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে লালমোহন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক ও রিপটার্স ইউনিটির সাবেক সফল সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ নামে এক সাংবাদিক পরিবারের উপর হামলা করেছে সফি উল্লাহ ও তার পরিবারবর্গ।

এতে সাংবাদিক মাকসুদ উল্লাহ ও তার স্ত্রী পৌরসভা সংরক্ষিত  ৪,৫,৬ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, মেয়ে মাহমুদা, ছেলে সাকিবসহ ৪জন পিটিয়ে গুরুতর  আহত করেন।

শনিবার সন্ধ্যা এ হামলার ঘটনা ঘটে। জানাযায়, শনিবার বিকেলে এজমালি পুকুর থেকে সাংবাদিক মাকসুদ উল্লাহর ছেলে সাকিব ২পিচ তেলাপিয়া মাছ ধরে।

এতে ক্ষিপ্ত হয়ে অন্য শরীক সফি উল্লাহ ও তার ছেলে শামীম, সাগর ও মোতালেবে মিয়ার ছেলে জিহাদ অতর্কিতভাবে সাংবাদিক মাকসুদ উল্লাহ ও তার পরিবারের উপর হামলাা চালায়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন