লালমোহন (ভোলা) প্রতিবেদক | আপডেট: January 13, 2022
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন গজারিয়া ৩ নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল ৮ টায় এঘটনা ঘটে।
জানাযায় গজারিয়া ৩ নং ওয়ার্ড রশিদ মালেদের বাড়ির সিরাজ তার নিজ বাগান থেকে সুপারি গাছ কাটলে একই এলাকার কামরুল মাতব্বর গংরা বাঁধা সৃষ্টি করে।
সিরাজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে, কামরুল মাতব্বর, সান্ত, জিহাদ, জুনাইদ, জুবায়ের, মোকছেদসহ আরো কয়েকজন।
পরে তার ডাকচিৎকারে সিরাজকে উদ্ধার করতে আসেলে রোকেয়া বেগম, জরিনা বেগম, লাইজু, জেছমিন কেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
আহত সিরাজ অভিযোগ করে জানান, আমাদের খরিদা সম্পত্তি দীর্ঘ দিন যাবৎ আমরা ভোগ দখলে বিদ্যমান। কিছুদিন পূর্ব হইতে কামরুল মতাব্বর আমাদের দখলিয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছে।
এরা আত্যাচারি জুলুমবাজ এলাকার প্রভাবশালী হওয়ায় কোন বিচার ফয়সালা মানেনা।আমাকে মিথ্যা মামলা হামলা মারধরের হুমকি ধামকি দিয়ে আসছে।তার রেশধরে আজ সকালে আমি আমার বাগাণ থেকে মরা সুপারি গাছ কাটলে অহেতুক ভাবে আমাকে ও আমার পরিবারের লোকজনকে এলোপাতাড়ি মারপিট করে। এ ঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবি করেন।