ই-পেপার

কলাপাড়ায় ১ হাজার ৬ শ’ কেজি ঝাটকা জব্দ

এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি: | আপডেট: November 15, 2021

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ১ হাজার ৬ শ’ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। রবিবার রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী ৭ টি পরিবহন থেকে এসব ঝাটকা জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোষ্টগার্ড। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে জব্দকৃত ঝাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাকির হোসেন বলেন, কোষ্টগার্ডের ঝাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অসাধু ঝাটকা ব্যবসায়ী এবং ঝাটকা শিকারী জেলেদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
  • ফেইসবুক শেয়ার করুন