নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 28, 2021
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পঞ্চম দিনে দগ্ধ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিষখালী এবং সুগন্ধা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এডি সুমন খান জানান, ১৩-১৪ বছরের একজন কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে। দুপুর একটার দিকে নদী তীরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা কোস্টগার্ডকে জানায়।
এর আগে, মঙ্গলবার সকালেও সুগন্ধা নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা সুগন্ধা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা সকালে মরদেহটি উদ্ধার করেন। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হতে পারে। তার গায়ে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট পরা ছিল। তার মুখটা পোড়া অবস্থায় ছিল।
এর আগে সোমবার বিষখালী নদীতে ভেসে উঠেছিল আরেকটি মরদেহ। এ নিয়ে ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছেন প্রশাসন। বিষখালী, সুগন্ধা ও ধানসিঁড়ি নদীর মোহনায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম দিনেও মরদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।