নিজস্ব প্রতিবেদক | আপডেট: November 16, 2021
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সরোয়ার মাহমুদকে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেছেন রহমতপুর ইউনিয়নের সর্বস্থরের জনগণ। সে লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের নিজবাড়িতে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
স্থানীয় সমাজসেবক হুমায়ুন কবিরের সঞ্চলনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক বাবুল আকন, স্থানীয় সুধীজন মোঃ দলিল উদ্দিন ফকির, মোঃ মিজানুর রহমান, আবু তালেব আকন, মোঃ কামাল মোল্লা, মোঃ কাঞ্চন বেপারী, আজাহার মোল্লা, সোহরাফ ফকির, সাইদুল ইসলাম আকন, মোস্মামৎ শাহিনুর বেগম, মেরিনা বেগম, মোস্তফা হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
উঠান বৈঠকে বক্তরা বলেন, রহমতপুর ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতায় সরোয়ার মাহমুদকে বিগত দিনে পাশে পেয়েছি। একজন সৎ ও মার্জিত ব্যবহারের মানুষ হিসেবে সরোয়ার মাহমুদের বিকল্প নেই। যে কারণে, আগামী ২৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ ওমর ফারুক বাবুল আকন বক্তৃতাকালে ভোটারদের সাথে দূর্ব্যবহারকারী, হিংসাত্মক মনোভাবাপন্ন ও অসহায় মানুষের উপর নিপীড়নকারী প্রার্থীদের এড়িয়ে চলার পাশাপাশি তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান।
এদিকে, উঠান বৈঠকে রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদ’র ছেলে বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সোহাগ তাঁর পিতার পক্ষে সাধারণ মানুষের কাছে সৎ ও যোগ্যতার মাপকাঠীতে বিচার বিশ্লেষণ করে ভোট দেওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে রহমতপুর ইউনিয়নবাসী অতীতের হিসাব কষে ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে আমার পিতাকে দ্বিতীয়বারের মত বিজয়ী করবেন।
মাহাবুবুর রহমান বলেন, আমার পিতা আপনাদের কাছে ওয়াদাবন্ধ, অতীতের মত সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাবকেন।
এ সময় তিনি রহমতপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে তার পিতার পক্ষ্যে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন।